ইশ্বরদী (পাবনা) থেকে সৌরভ
নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় গ্রুপ একই জায়গায় সভা আহ্বান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করেছে। জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে এমপি শহীদুল ইসলাম বকুল গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগ গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। রামপাড়া স্কুল এন্ড কলেজে দুড়দুড়িয়া ইউনিয়ন সভাপতি নায়েব উদ্দিন মালিথার সভাপতিত্বে বুধবার একই সময়ে সভা আহ্বান করে। এতে সাধারণ মানুষ ও সরকারদলীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যূতি রাত সাড়ে সাতটার সময় ১৪৪ ধারা জারি করে