বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন
বোরহান উদ্দিন ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
মোঃশাহিনুর মল্লিক জীবন এর পূর্বপুরুষ(দাদার বাবা)মরহুম গফুর মল্লিক ছিলেন এলাকার মহান দাতা যেমন কান্দানিয়া বাজার জামে মসজিদের জমিদাতা,কান্দানিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় এর জমিদাতা এবং কান্দানিয়া উচ্চ বিদ্যালয় এবং মাঠে মোট ২৬ কাঠা জমি দাতা(সিএস থেকে সংগৃহীত)দাদা মৌলভী ওয়াহেদ ছিলেন তদানিন্তন কান্দানিয়া জুনিয়র মাদ্রাসার মৌলভী এবং তার পিতা মরহুম আঃ মালেক মল্লিক ছিলেন কান্দানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আওয়ামী লীগের রাজনীতিতে মৃত্যুর পুর্ব পর্যন্ত তার সীমাহীন ত্যাগ ইতিহাস হয়ে আছে।মামা (মরহুম অবঃম্যাজিস্ট্র্যাট)সুলতান আহমেদ ছিলেন সাবেক এমএনএ ও এমপি নজরুল ইসলাম বড় বোন জামাই।চেয়ারম্যান এর বাবার মামার বাড়ি ত্রিশালের বাদামিয়া(আজিম সরকার বাড়ি—প্রেসিডেন্ট)এবং মায়ের মামার বাড়ি ত্রিশালের সানকিভাংগা গ্রামের (ওয়াজদ্দিন মাস্টার)বাড়ি।চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন প্রথম বিভাগে কান্দানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,উথুরা কলেজ থেকে এইসএসসি এবং আনন্দ মোহন বিশ্ববিদ্যালয়/কলেজ হইতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ থেকে অনার্স /মাস্টার্স পাশ করেন।২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোটে নির্বাচিত হন যা এ অত্র ইউনিয়নের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।তিনি নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান হিসেবে অত্র উপজেলায় সফল ভাবে দ্বায়িত্ব পালন করেছেন। বর্তমানে কোন রাজনৈতিক দলে তার নাম নেই।বিগত জেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়িয়া উপজেলার মাননীয় এমপি মহোদয় এর ছোট মেয়ে বর্তমান জেলা পরিষদের প্যানেল ফারজানা শারমিন বিউটি মহোদয়”কে পাশ করানোর পেছনে চেয়ারম্যান জীবনের ছিল বিরাট অবদান এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা”র পাশ করার পেছনে চেয়ারম্যান জীবনের ছিল বিরাট অবদান।গত জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দলের পক্ষে তার কোন ভুমিকা ছিলনা।আগামী সময়ে চেয়ারম্যান জীবন আওয়ামী লীগ না বিএনপি কোন দলের হয়ে রাজনীতি করবেন এ নিয়ে ইউনিয়নে আলোচনা আছে। মোঃশাহিনূর মল্লিক জীবন এর কাছে জানতে চাইলে চেয়ারম্যান বলেন যে, মানুষের হৃদয়ে আমার অবস্থান–৫ বছর জনগণের ডাকে সাড়া দিয়েছি ইনশাআল্লাহ জনগণ আমাকে আবারো নির্বাচিত করবে।