শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৪:৫০ অপরাহ্ন
মোংলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম সুমন
মোংলার ঐতিহ্যবাহী সেবা মূলক সংগঠন, মোংলা স্টুডেন্টস ক্যাটারস এর শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ শে ডিসেম্বর সোমবার সকালে, মোংলার দক্ষিণ চাঁদপাই জামে মসজিদ ও মিঠাখালী গাংকুল হেফজ খানায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি আজিজ মোড়ল এর উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনের সদস্য হয়ে উপস্থিত ছিলেন, জয়নাল, মেহেদী বাবু, নাইমুর, ফেরদৌস, আঃ রহিম, ইমরান শেখ, নূর জামাল, মিরাজ, শিমুল, ইসমাইল বাবু, মুন্না খান, ইসমাইল হোসেন, ইমরান মোড়ল, মোজাহিদ, ইমন, মারুফ বিল্লাহ, মিঠু, আল ইমরান, রুদ্র, তাওহিদ, জুয়েল, রনি, রিয়াদ, রহমান, তহিদুল, মিলন, রাফসান, মোজাম্মেল, গোলামসহ অনেকেই হাঁটি হাঁটি পা পা করে, ছয় বছরে পা দিয়েছে মোংলার এ জনপ্রিয় সংগঠন (এমএসসি)। সংগঠনের প্রতিটি সদস্যেদের কষ্টার্জিত টাকা দিয়ে বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এ সংগঠনটি। মোংলাকে যেমন পেয়েছে তার চেয়ে একটু সুন্দর রেখে যাওয়ার আপ্রাণ চেষ্টা প্রতিটি সদস্যের। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত সদস্যদের নিয়ে ২০১৫ সালে গঠিত হয় এই সংগঠনটি। কখন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কখন ও বৃক্ষ রোপন, শীত বস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণসহ সকল সামাজিক সেবামূলক কাজের সাথে বিগত দিনে ছিল এ সংগঠনটি এবং ভবিষ্যতেও থাকার দৃঢ় প্রত্যয় প্রতিটি সদস্যের।