রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৪ অপরাহ্ন
রমিজুল ইসলাম,গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা। এ নিয়ে টানা তৃতীয়বার দলীয় মনোনয়ন পেলেন তিনি।আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচন। শাহনেওয়াজ আলী মোল্লা ছাড়াও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন দলীয় মনোনয়ন পেতে তৎপর ছিলেন।সবাই কে পেছনে ফেলে আবশেষে মনোনয়ন পেলেন শাহনেওয়াজ আলী মোল্লা। শাহনেওয়াজ আলী মোল্লা টানা দ্বিতীয় মেয়াদের নির্বাচিত পৌর মেয়র ৭ বছর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পদ ছাড়াও বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজের ভিপি ছিলেন। শাহনেওয়াজ আলী কে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩নং খুবজীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শরিফ।