শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫২ অপরাহ্ন
ওমর ফারুক, ফেনী জেলা প্রতিনিধিঃ (১৬) কে পার্বত্য রাঙ্গামাটি জেলার ননিয়ার চর থেকে উদ্বার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। রবিবার মধ্যরাতে এক শ্বাস্রুদ্বকর অভিযান চালিয়ে রাঙ্গামাটি জেলার ননিয়ার চর উপজেলার বুডিরঘাট এলাকা থেকে অপহৃত ঐ ছাত্রীকে উদ্বার এবং অপহরণের মূল হোতা এমদাদুল হক মামুন কে আটক করা হয়। সোমবার তাদের ফেনী নিয়ে আসা হয়। সোমবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ঐ ছাত্রীর শারিরীক পরীক্ষা শেষে বিকালে ২২ ধারায় আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর সন্ধ্যায় আসামী এমদাদুল হক মামুন ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ জাকির হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর আদালত তাকে কারাগারে প্রেরন করে। এবং অপহৃত মাদ্রাসা ছাত্রীকে তার বাবার নিকট হস্তান্তর করে। পিবিআই ফেনী শাখার পরিদর্শক মোঃ শাহ আলম জানান, ঐ কিশোরী সদর উপজেলাধীন একটি মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী। আটক আসামী বখাটে মামুন ফেনী সদর উপজেলাধীন দেবপুর গ্রামের বাসিন্দা। সে মাদ্রাসা যাওয়ার পথে প্রায় সময় ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করত, প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাব প্রত্যাখান করে সাডা না দেওয়ায় মামুন ঐ ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করে। তারই ধারাবাহিকথায় গত ২৬ শে জুলাই ঐ ছাত্রীকে অপহরন করে প্রথমে ঢাকা নিয়ে যায়। সেখান থেকে খুলনা তারপর খুলনা থেকে রাঙ্গামাটি জেলার ননিয়ার চর উপজেলার বুডিরঘাট এলাকায় নিয়ে যায়। অপহরণের পর ঐ ছাত্রীর বাবা আদালতে মামলা করেন। আদালত মামলাটি ফেনী মডেল থানায় রেকর্ড করে পিবিআই কে তদন্তের দায়িত্ব দেন।