মোঃ শামীম মিয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ রোববার (১৬ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার হাজীপুর বাজারের ব্যবসায়ী শামসুল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল মন্নাছ উপজেলার জিনারী ইউনিয়নের জিনারী গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনগত রাতে হাজীপুর বাজারে কাঠের ফার্নিচারের দোকানে ঘুমাতে যান আব্দুল মন্নাছ। এসময় বিষধর একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে বিষয়টি কাছের লোকদের জানালে রাতেই পাশের গ্রামের এক কবিরাজের কাছে নেওয়া হয় তাকে। সেখানে ঝাঁড়ফুক দেওয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।