রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৩২ অপরাহ্ন
ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে গত ৯ আগস্ট দুপুরে প্রকাশ্যে দিবালোকে দেশিও অস্ত্র দিয়ে পিটিয়ে, কুপিয়ে জখম করে ত্রিশাল পৌর সভার ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনিরকে হত্যা করার প্রতিবাদে রোববার সকালে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকগন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত মনিরের বোন নার্গিস আক্তার বড় ভাই সাংবাদিক মাসুদুর রহমান বাচ্চু ও তার বাবা রইস উদ্দিন মাস্টার।
মনির হত্যার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে রশীদ, সাংবাদিক সমিতি বাসাস ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি খোরশিদুল আলম মজিব,সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার সম্পাদক আলমগীর কবীর,সাংবাদিক এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল পৌরসভার কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, নিহত মনিরের স্ত্রী সালমা বেগম, সমাজসেবক শফিকুল ইসলাম বাবলু, ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়াারম্যান আব্দুর রব, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল শান্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, আজিজুল হক প্রমুখ। বক্তারা গ্রেফতারকৃত আসামীদের যথাযথ বিচারের আওতায় এনে প্রকৃত খুনিদের ফাঁসি দাবী করেন।