শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১৩ অপরাহ্ন
মোঃ আব্দুল্লাহ আল হাদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ সাতকানিয়ার চরতি এলাকায় বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে হাজী নুরুল কবির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চরতির দুরদুরি এলাকায় এ ঘটনা ঘটে। চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাড়ির পাশের পাহাড়ে বাগানে কাজ করার সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।