রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৫:২১ অপরাহ্ন
মাহাবুবুল হাসান নাহিদ , (সিলেট) ফেঞ্চুগঞ্জ প্রতিনধিঃ ফেঞ্চুগঞ্জে হাকালুকি জিরো পয়েন্টের পর এবার পর্যটকদের জন্য হাওর বিলাসের নতুন স্পট তৈরী হলো। এমন দৃষ্টি নন্দন হাকালুকি হাওর দেখতে হাওর দিঘী পরিদর্শন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ নুরুল ইসলাম। এসময় আগত পর্যটক ও স্থানীয়দের সাথে উপজেলা চেয়ারম্যান কথা বলেন এবং পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি সবাইকে সতর্কতার সাথে নৌকা ভ্রমনের জন্য অনুরোধ জানান এবং আগত পর্যটকদের সাথে অতিথি সুলভ আচরণ করার তাগিদও দেন স্থানীয়দের। হাওর দিঘী পয়েন্ট পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু।