ফয়সাল, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ৮/৮/২০২০ ইং রাত্র ১২.১০ ঘটিকার সময় গুইমারা থানা গেইটের সামনে খাগড়াছড়ি হইতে ঢাকা গামী এসআলম বাস হইতে ২১২ লিটার চোলাই মদ সহ দইজন আসামী কে আটক করে এসআই আলআমিন আসামীরা হলেন।
মহসিন(৪২) পিতা আঃ সামাদ সাং ভগনাথপুর থানা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ। মোঃ মুজিবুর রহমান(৪২) পিতা মোজাম্মেল সিকদার সাং ষাটনল থানা মতলব উত্তর জেলা চাঁদপুর। আসামীমে দের কে ধৃত গ্রেফতার করে এসআই মো: আলআমিন এবং গুইমারা থানায় মামলা দায়ের করা হয় বলে জানান এসআই আলআমিন।