শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫০ পূর্বাহ্ন
আবু সাহাদাৎ বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মিঠুনের অকালমৃত্যু।সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানতে পারলাম রমজানের মাঝে ওয়াশরুম থেকে পড়ে যেয়ে নার্ভে আঘাত পায়।সেই থেকে সে অসুস্থ,কিছুদিন হলো গুরুতর অসুস্থ অর্থাৎ ব্রেইন-স্টোক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রাখা হয়।০৩ আগস্ট ২০২০ সকালে আইসিইতে থাকা অবস্থায় মারা যায়।কেউ কেউ বলে, করোনা হয়েছিলো তারপর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে,আর সেখান থেকেই ব্রেইন-স্টোক করে। তার পরিবারের সবাই ভেঙ্গে পড়ায় তাদের কাছ থেকে বিস্তারিত জানার সুযোগ হয়নি।তার পরিবারে এখন কান্নার বন্যা বইতেছে।একটি বাবা-মা ই জানে তাট সন্তানকে এপর্যন্ত আনতে কত পরিশ্রম করতে হয়। নামঃ