রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১২ পূর্বাহ্ন
শামীম মিয়া, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে হাওরের পানিতে ডুবে জান্নাত আরা বাবুনী নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামের পাশে হাওরে গোসল করতে গিয়ে শিশুটি তলিয়ে যায়। পানিতে ডুবে মারা যাওয়া শিশু জান্নাত আরা বাবুনী নিকলী পূর্বগ্রামের সর্দারহাটির মজিদ আলীর মেয়ে। চার দিন আগে গত শুক্রবার (৩১ জুলাই) শিশুটির বাবা মজিদ আলী হঠাৎ মারা যান। ঈদের আগের দিন মজিদ আলীর আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। বাবা মারা যাওয়ার মাত্র চারদিনের ব্যবধানে মঙ্গলবার (৪ আগস্ট) শিশুসন্তান জান্নাত আরা বাবুনীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মাত্র চারদিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, উপজেলা সদরের পূর্বগ্রাম সর্দারহাটি গ্রামের মজিদ আলী গত শুক্রবার (৩১ জুলাই) হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বাবার মৃত্যুর ৪ দিন না পেরুতেই জান্নাত আরা বাবুনী মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বাড়ির পাশে পাতিলাধর হাওরে বর্ষার জলে সাথীদের সঙ্গে গোসল করতে যায়। এক পর্যায়ে বাবুনী ডুবে যায়। দীর্ঘ সময় সে ভেসে না উঠায় সাথীরা বাড়িতে খবর দেয়। দুপুর আড়াইটার দিকে হাওরের পানি থেকে বাবুনীকে উদ্ধার করে স্বজনরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনার আগের দিন সোমবার (৩ আগস্ট) উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামে বাবা সাদ্দাম হোসেনের সাথে বাড়ির পাশের নরসুন্দা নদীতে গোসল করতে যেয়ে চাঁদনী (৫) নামে আরেক শিশুর মৃত্যু হয়।