শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৭ অপরাহ্ন
ওমর ফারুক, ফেনী জেলা প্রতিনিধিঃ ফেনীতে এসিল্যান্ড, ব্যাংকার, পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ নতুন করে একই দিনে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাডিয়েছে ১২৫৫ জনে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরন করেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ২৯ জন। বুধবার রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেন গনমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে ৪৪ জনের প্রতিবেদন আসে। এদের মধ্যে এসিল্যান্ড সহ ২২ জনের করোনা রিপোর্ট ‘পজেটিভ’। আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ৪ জন, দাগনভূইয়ায় ৬ জন, ছাগলনাইয়ায় ৪ জন, ও ফুলগাজী উপজেলায় ৮ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক পুলিশ সদস্য, ২ জন ব্যাংকার ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে ফেনী সদর উপজেলাধীন বালিগাও ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক নুর করিম (৬৫) নামক এক আওয়ামিলীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মরুয়ারচর এলাকার বাসিন্দা ও ফেনী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাব্লুর পিতা।