রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৮ অপরাহ্ন
আছিব হাসান, জামালপুর জেলা প্রতিনিধিঃ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগারি প্রায় দেড়শো ফুট জায়গা বাধ ভেঙে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।শুক্রবার সকালে বাধ ও ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এ সময় ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ( ভগলা), স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুমনার পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে বালিজুড়ী ইউনিয়নের নাদাগারি বন্যা নিয়ন্ত্রনবাধ ভেঙ্গে বেশ কয়েকটি বাড়ীঘর ভেঙ্গে যায়। খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান কে নিয়ে ছুটে আসেন বাধ ও সেসব ক্ষতিগ্রস্ত বাড়ীঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে সহয়তার আশ্বাস দেন মাদারগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন অসহায় মানুষগুলি বাস্তুভিটা রক্ষার প্রাণান্তকর চেষ্টা করেও প্রাকৃতিক বিপর্যয়ের সাথে পেড়ে উঠছেনা। আজ সকালে বালিজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান, স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং স্থানীয় ব্যক্তিবর্গ নিয়ে স্থানটি পরিদর্শন শেষে সহযোগিতার আশ্বাস দেই। মহান আল্লাহ আমাদের এ ভয়াবহ দুর্যোগ থেকে হেফাজত করুন