রিফাত হাসান সৈকত বরগুনা প্রতিনিধি: করোনা রোগী বেড়ে গেলেও সীমিত পর্যায়ে চলছে এনজিও ব্যাংকের লেনদেন। এই পরিস্থিতিতে বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া (আশা) ব্রাঞ্চের স্টাফ মাহাবুব আলম করোনা আক্রান্ত হয়েও প্রতিদিন অফিস করছেন।
তথ্য নিয়ে জানা যায় ২৩-০৭-২০২০ তারিখ বিকেলেও তিনি অফিসে উপস্থিত ছিলেন। এছাড়াও ২/৩ জন কর্মী অসুস্থতা থাকলেও রীতিমত অফিসে উপস্থিত থাকেন । বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলেও এ ব্যাপারে স্টাফরা মুখ খুলতে চান না। (আশা ) এনজিও স্টাফ মাহবুব আলম’এর করনা রোগের ব্যাপারটি বেতাগী উপজেলা হাসপাতালে কর্মরত ডাক্তার তে়ং মং এর সাথে কথা বলে নিশ্চিত হওয়া যায়।
স্থানীয়রা জানায় এভাবে রীতিমতো তারা করো না আক্রান্ত হয়েও অফিস করলে নানা ঝুঁকির সম্মুখীন হবে। একের পর এক করোনা ছড়িয়ে পড়বে সবার মাঝে।