সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০৬ অপরাহ্ন
এস কে সুমন মাহমুদ, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড কালিগঙ্গা নদীর ওপর নির্মিত বেউথা ব্রীজ পার করে সোজা রাস্তায় হাটলে পাঁচ মিনিট দূরত্বে আন্ধার মানিক ছোট্ট ব্রীজের এক পাশে কবরস্থান আরেক পাশে ঘন বাঁশ ঝাড়ে ঘেরা এলাকা। ঠিক এই কবরস্থান আর বাঁশঝাড়েই চলে দিনরাত অবাধে হেরোইন ইয়াবা গাঁজা সেবন। কবরস্থান টি নদী পাড়ে ঘন ঝোপে ঘেরা বলেই মাদক সেবীদের অবাধ বিচরন ক্ষেত্রে পরিনত হয়েছে। এলাকার স্থানীয় মাদক সেবী তরুন দের পাশাপাশি আশেপাশের এলাকার মাদক সেবীরা দিনের আলো আর রাতের আঁধারে দেদারসে মাদক সেবন করে এখানে। স্থানীয় লোকজন দের সাথে কথা বলে জানাযায় প্রায় প্রতিদিন ই এই দুই স্পটে মাদক সেবীরা মাদক গ্রহন করে। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা বলেন, বহু চেষ্টা করেও থামানো যাচ্ছেনা মাদক সেবীদের আনাগোনা,, এদের যন্ত্রণায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই মাদক সেবীদের বিরুদ্ধে বলতে গেলে নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়।