আহমেদ হেলাল, দিরাই সুনামগঞ্জ প্রতিনিধিঃ দিরাই বাজারের প্রসিদ্ধ একটি স্থান হল কলাহাটা,আমার লাইব্রেরীর পাশেই অবস্থিত। খালি এ জায়গায় বাজারের বর্জ্য ফেলা হয়, কিন্তু ধীরে ধীরে ভরাট হয়ে এখন সবজির দোকান ও কয়েকটি টঙ্গী আছে, রয়েছে পেশাব পায়খানার সু ব্যবস্থা। এ কলাহাটা এখন আমাদের এলাকার জন্য নৌকাঘাট বলেই সুপরিচিত, প্রতিদিন শত শত নৌকা ভীড় জমায় এবং নৌকা প্রতি ৪০-৫০ টাকা খাজনা ও দেওয়া হয়! যেখানে নৌকা রাখা হয় সেখানে ফেলা হয় আবর্জনা,দুর্গন্ধে নাকে হাত দিয়ে যাত্রীরা আবর্জনার স্তূপ ঢেলিয়ে বাজারে উঠতে হয়,বৃষ্টি হলে তো অবস্থাই বেগতিক। আমার লাইব্রেরী সামনের রাস্তায় বা চন্ডিপুর যাবার রাস্তায় গেলে দেখা যায়, প্রচুর ময়লা আবর্জনার স্তুুপ পড়ে আছে। যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে বেড়েছে মশা-মাছির উপদ্রব, যার কারনে জনসাধারণের মাঝে বিভিন্ন ধরনের রোগ-জীবাণু সৃষ্টি হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় ময়লা গুলো রাস্তার পাশে এভাবে ফেলা হয়েছে। বর্তমানে চলাচলে রাস্তার পাশে আবর্জনা পড়ে থাকায় নৌকার উঠা-নামা করতে আসা মানুষদের চলাচলে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। তাই যাত্রী ও আসেপাশের ব্যাবসায়ী ও পৌর এলাকার বাসিন্দাদের একটাই দাবি,পৌরসভা যাতে করে ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট একটা যায়গা বের করে, ওই এলাকার ব্যাবসায়ীরা ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নৌকার যাত্রীরা বলেন- মেয়র সাহেবের সুদৃষ্টি কামনা করছি, বর্জ্য ফেলার জন্য এক সাইডে ওয়াল এবং নৌকা ঘাটের জন্য পাকা সিড়ি হলে যাত্রীদের উঠানামা সহজতর হবে। আমাদের এলাকার যাত্রীদের এটা অনেক দিনের দাবি বাস্তবায়ন হোক এ কামনা!