শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৫ অপরাহ্ন
শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার গোসাইরহাটের কোদালপুরে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে গোসাইরহাটের কোদালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভা উদ্বোধন করা হয়। উক্ত মতবিনিময় সভায় কোদালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও কোদালপুর ইউনিয়ন বিট পুলিশং কর্মকর্তা এস আই এনামুল হক ও আ এ এস আই শামীম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার তানবীর আহমেদ। তিনি বলেন এই কার্যক্রম এট মুল উদ্দেশ্য হল কোদালপুর ইউনিয়ন কে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক মুক্ত করতে হবে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন (নাসির), যুদ্ধকালীন কমান্ডার বাচ্চু ছৈয়াল, কোদালপুর ইউনিয়ন পরিষদের সচিব রাকিব হোসেন সহ ইউনিয়নের সদস্যবৃন্দ।