রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
মোহাম্মদ শাহজাহান মহেশখালী( কক্সবাজার) প্রতিনিধিঃ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড চিকনীপাড়া বাজারে অন্যের জায়গায় জোর করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারি জমির প্রকৃতি মালিক মাওঃ মনিরুল আলম একজন সমাজ সেবক শান্তপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। তিনি অভিযোগ করে বলেন, আমি/আমরা পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত খতিয়ান ভুক্ত (বিএস ১৯৫)জায়গার মালিক হওয়া স্বত্তেও একটি সন্ত্রাসী গ্রুপ উক্ত জায়গা দখলে নিতে হয়রানিমুলুক মিথ্যা মামলা করে নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত গিয়েও হেরে যায়। তারে প্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সন্ত্রাসী গ্রুপ কতৃক জোর পুর্বক দোকান নির্মাণের চেষ্টা করে। তিনি বলেন, গত ২৫/০৬/২০২০ইং আমি ও আমার ভাতিজা দোকান নির্মাণে বাধা দিলে ঐ সন্ত্রাসী গ্রুপ ভাতিজাকে আহত করে এবং আমাকেও মারার হুমকিদে। বর্তমানে বিষয়টি নিয়ে মহেশখালী থানায় মামলা হয়েছে এবং এস আই রিপনের হস্তক্ষেপে কাজ বন্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন,আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। তাই আমার ন্যার্য্য পৈত্রিক সম্পত্তির বাঁধাবিহীন ভোগদখল নিশ্চিত করতে মহেশখালী থানার সম্মানিত ইনচার্জ দ্রুত ব্যবস্থা নিবেন।